শেয়ার করুন বন্ধুর সাথে

ক) কল-কারখানার অশোধিত বর্জ্য পদার্থ সরাসরি নদ-নদী বা জলাভূমিতে নিক্ষেপ যা কাল ক্রমে সমুদ্রে পানিতে গিয়ে মিশে সেখানকার পানি দুষিত করন। খ) জৈব পদার্থ (কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, কাঠ ইত্যাদি) পুড়িয়ে শক্তি উৎপাদনের সময় যে গ্রীনহাউস গ্যাস ও এরোসল কণা বায়ুমন্ডলে নির্গত হয় তা বৃষ্টির পানিতে দ্রবীভূত এসিড বৃষ্টি হিসাবে ভূমিতে পতিত হওয়া ও পরিশেষে তা নদ-নদী ও আবদ্ধ জলাভূমিতে গিয়ে পতিত হওয়া। গ) পানি বিদ্যুৎ কেন্দ্রে তৈরি করার ফলে নদ-নদীর স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত করা। যার ফলে বাধের উজানে পানির গুনগত মানের পরিবর্তন করা ও বাধের ভাটি অঞ্চলের নদ-নদীতে পানি স্বল্পতাসহ জলজ সম্পদের স্বাভাবিক কলাপ বিঘ্নিত করা। আমরা যেভাবে নদীকে ব্যবহার করি ঘ) হাসপাতালের অশোধিত বর্জ্য পদার্থ হতে জীবাণু পানিতে মিশে জলাশয় ও বিভিন্ন প্রাকৃতিক পানির উৎসগুলোকে দুষিত করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ