৭ লাইনের মধেে্য উওর দিলে ভালো হয়
শেয়ার করুন বন্ধুর সাথে

ট্রফিক চলন নয়, ট্রপিক চলন হবে। অভ্যন্তরীণ বা বহিঃউদ্দীপক উদ্ভিদদেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদে চলন বা বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলে। বহিঃউদ্দীপক আলো, মাটি, পানি ও রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের বিভিন্ন অঙ্গের চলন ঘটে।যেমন- আলোর প্রভাবে কান্ডের আলোর দিকে চলন ঘটে। ট্রপিক চলন তিন ধরনের। যথাঃ ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ