শেয়ার করুন বন্ধুর সাথে

২০০১ এর আদমশুমারি অনুসারে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮৯.৭ শতাংশ মুসলিম এবং ৯.২ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মালম্বীরা মোট জনসংখ্যার ১.২ শতাংশ। ১৯০১ সাল থেকে মুসলমান জনগোষ্ঠীর অনুপাত নিয়মিতভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯০১ সালে মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ (৬৬.১ শতাংশ) ছিল মুসলিম, ২০০১ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৯.৭ শতাংশে। ধর্ম অনুসারে জনসংখ্যার অনুপাত (শতকরায়), ১৯০১-২০০১। শুমারি বছর মোট মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ১৯০১ ১০০.০ ৬৬.১ ৩৩.০ - - ০.৯ ১৯১১ ১০০.০ ৬৭.২ ৩১.৫ - - ১.৩ ১৯২১ ১০০.০ ৬৮.১ ৩০.৬ - - ১.৩ ১৯৩১ ১০০.০ ৬৯.৫ ২৯.৪ - ০.২ ১.০ ১৯৪১ ১০০.০ ৭০.৩ ২৮.০ - ০.১ ১.৬ ১৯৫১ ১০০.০ ৭৬.৯ ২২.০ ০.৭ ০.৩ ০.১ ১৯৬১ ১০০.০ ৮০.৪ ১৮.৫ ০.৭ ০.৩ ০.১ ১৯৭৪ ১০০.০ ৮৫.৪ ১৩.৫ ০.৬ ০.৩ ০.৩ ১৯৮১ ১০০.০ ৮৬.৭ ১২.১ ০.৬ ০.৩ ০.৩ ১৯৯১ ১০০.০ ৮৮.৩ ১০.৫ ০.৬ ০.৩ ০.৩ ২০০১ ১০০.০ ৮৯.৭ ৯.২ ০.৭ ০.৩ ০.২ সূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০০৩।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ