শেয়ার করুন বন্ধুর সাথে

চীন। চীন এ বছর সামরিক খাতে ব্যয় ১০ শতাংশ বাড়াচ্ছে। চীনা পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) মুখপাত্র ফু ইং এ কথা জানিয়েছেন। তাঁর মতে, এই বাজেটচিত্র সামগ্রিক খরচ বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ। গতকাল বৃহস্পতিবার বার্ষিক অধিবেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা ছিল। চীনে কয়েক বছরে প্রতিরক্ষা বাজেটে ব্যয়বৃদ্ধির প্রবণতা লক্ষ করা যায়। যুক্তরাষ্ট্রের পরে চীনই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয় বহনকারী রাষ্ট্র। গত বছর চীনের প্রতিরক্ষা ব্যয় ১২.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩ হাজার কোটি ডলার হয়। যদিও এই অঙ্ক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়ের চেয়ে অনেক কম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৬ সালের অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ৫৮ হাজার ৫০০ কোটি ডলার করার সুপারিশ করেছেন। চীন জানায়, বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির আধুনিকায়নের জন্যই মূলত এই অর্থ বরাদ্দ করা হচ্ছে। সাবমেরিন, স্টেলথ জেট ছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ারসহ নৌবাহিনীর আধুনিকায়নে এসব অর্থ ব্যয় করা হবে। চীনের প্রতিবেশী দেশগুলো ঘনিষ্ঠভাবে এই সামরিক বিনিয়োগ পর্যালোচনা করছে। সূত্র : এএফপি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর দেশ 'চীন'।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ