শেয়ার করুন বন্ধুর সাথে
Tajmuzzaman

Call

• একটি স্হাপত্য প্রতিষ্ঠানের অধীনে শেষ শিক্ষাবর্ষে কার্যকরী শিক্ষানবিশ হিসাবে কাজ করা। • গ্রজুয়েশনের পরে একটি স্হাপত্য প্রতিষ্ঠানের সাথে কিছু অ্যাসাইনমেন্টের তদারকি। একজন অগ্রজ স্হপতির অধীনে ডিজাইনের কলাকৌশল ও খুটিনাটি শিক্ষা করা। • কয়েক বছরের শিক্ষানবিষীর পরে একজন স্হপতি ক্ষুদ্র প্রকল্প ও স্হাপত্য বিষয়ক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে। • আরকিটেক্টে অভিজ্ঞ এবং সিনিয়র পেশাদারেরা বৃহত বরাদ্দকৃত কাজে কাজ করেন এবং সাধারণত এক দল জুনিয়র আরকিটেক্ট, স্থপত্যবিদ্যা বিষয়ক সহযোগি থাকে। সিনিয়র পরামর্শ দানকারিরা ম্যানেজার হিসাবে কাজ করে নিদের্শনা,তদন্ত এবং প্রধান প্রযুক্তিগত সমস্যার সঙ্গে তার আচরণ গত দিক,মূল্য নির্ধারন,আইনি সিদ্ধান্ত ইত্যাদি দেখে থাকে।জুনিয়র স্থপতিদের তাদের অবস্হানে পৌছতে ১০ বছর বা তার বেশি সময় লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ