শেয়ার করুন বন্ধুর সাথে
Ruhul

Call

কঙ্গোর কিফুকা নামের একটি এলাকা।

ভেনেজুয়েলায় কাটাটুম্ব নামের একটা নদী আছে। সেই নদীর শেষ মাথায় বছরের অর্ধেক সময়জুড়েই বজ্রপাত হয়। আর যখন হতে থাকে, তখন ঘণ্টায় গড়ে ২৮০ বার বজ্রপাত হয়। একে তো নদীর ওই অংশটা অনেক উঁচুতে, তার ওপর আবার ওই অঞ্চলে সব সময়ই গরম আর ঠাণ্ডা বাতাসের সংঘর্ষ চলতে থাকে। এদিকে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি বজ্রপাতের রেকর্ডটা এখনো ধরে রেখেছে কঙ্গোর কিফুকা নামের একটি এলাকা। সেখানে প্রতি বর্গকিলোমিটার জায়গায় বছরে গড়ে ১৫৮ বার বজ্রপাত হয়। এ ছাড়া অনেক বেশি বজ্রপাতের জন্য বিখ্যাত হয়ে গেছে সিঙ্গাপুর আর ব্রাজিল। আমেরিকায়ও কম বজ্রপাত হয় না। দেশটির ফ্লোরিডা নামের রাজ্যটির বিস্তীর্ণ খোলা অঞ্চলে বছরে প্রতি বর্গমাইলে বজ্রপাত হয় ৫০ বার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ