amar ekti sharp corporation at&t phone lock hoye geche. eta ami sequrity lock kore cilam jeta screen er upor tene lock sarate hoy seta. amar ojante hoyto ba keu kicu vul korece ki na janina. kintu ekhon phone on korleu google account diye sign in hote bole ami email password thikmoto dile kaj hoy na. password user name inccorect dekhay. kono vabe kaj kora jacche na. shudhu call asle riceve kora jache kotha bola jache onno kono kaj kora jache na. tachara ami agai sokol net service bondho korechi phone. akhon ki korle thik korte parbo upay keu ekta bolen. khubi sommossay achi.
Share with your friends

অ্যানড্রয়েড ফোনে সাধারণত ভুলের কারনে এমন লক পড়েই থাকে এতে ঘাবড়াবার কিছুই নেই।আপনার ফোনের প্যাটার্ন লক সিস্টেমে পাঁচ বারের বেশি ভুল প্যাটার্ন দেওয়ার ফলে এমনটি হয়েছে।ফোনে ফ্যাক্টরি সেটিং রিষ্টোর দিলে লক চলে যাবে।আপনার নিকটস্থ মোবাইল সার্ভিসিং সেন্টারে গিয়ে ফোন রি-স্টোর বা ফ্ল্যাশ দিতে পারবেন। রি-স্টোর দেওয়ার আগে মেমোির ও সিম অবশ্যই খুলে রাখেবন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call
মোবাইল অফ করে রিকোভারি মোড-এ গিয়ে, 
factory reset করলেই, লকটি খুলে যাবে।
Talk Doctor Online in Bissoy App
Call

প্রশ্নটি বাংলায় করুন।।। http://f23.wapka-files.com/download/c/8/9/2024096_c89428d56131f3a4ea5aba11.png/196050949adbf2d521ef/forgot-android-pattern-lock-and-email-id.png সমাধান-১ : এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে *প্যটার্ণটি অনুমাণ করে অন্তত: ৫বার ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, “Forgot Pattern”? এটাতে ট্যাপ করুণ। *ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। *সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। সমাধান-২: ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই বার বার ভুল প্যাটার্ণ ড্র করার ফলে অনেক সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের কারণেও ডিভাইস লকড হয়ে যেতে পারে। এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন *প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়। *ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up & Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো: ১। Volume Down + Volume Up + Power button. ২। Volume Down + Power button. ৩। Volume Up + Power button. ৪। Volume Up + Home + Power button. ৫। Volume Up + Camera button. ৬। Home + Camera button. ৭। Home + Power button আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই: কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন * “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে। *এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে

Talk Doctor Online in Bissoy App