শেয়ার করুন বন্ধুর সাথে

এই রকম বাংলা কোন সাইট নেই। তবে আপনি কোথায় পড়বেন সেটার জন্য কিছু তথ্য সম্বলিত সাইট আছে। তবে বিদেশি কিছু সাইট আছে। তাছাড়া এবিষয়ের সকল বই ইংরেজীতে। আপনি যদি অটোমোবাইল এ পড়াশুনা করতে চান তাহলে বাংলাদেশে অটোমোবাইল এর উপর ট্রেড কোর্স আর ডিপ্লোমা করতে পারেন কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে । বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিউট কাপ্তাই তে শুধু অটোমোবাইল এর উপর ডিপ্লোমা করা যেতো । এখন মনে হয় আরো বেশ কয়েকটা পলিটেকনিক এ অটোমোবাইল কোর্স চালূ করেছে। এছারা অস্ট্রেলিয়াতে RM IT ,ইউনিভার্সিটি অফ এডিলেইড অটোমবাইল এর উপর ব্যাচেলর ডিগ্রি পড়ায়। http://www.rmit.net.au/browse;ID=BP067; ... %20Sybille http://www.adelaide.edu.au/programfinde ... utos1.html উপরের লিঙ্ক এ ক্লিক করে বিস্তারিত দেখতে পারেন। অন্যথায় দেশ থেকে ম্যাকানিকাল এ অটোমোবাইল এর সাবজেক্ট নিয়ে ব্যাচেলর করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ