শেয়ার করুন বন্ধুর সাথে
nahidrand1

Call

লস অ্যাঞ্জেলেসে ইউনির্ভাসিটি অব ক্যালির্ফোনিয়ার জিন বিজ্ঞানীরা দাবি করেছেন, মানুষের মুখের লালা দিয়েই তারা বের করতে পারবেন সঠিক বয়স।

গবেষণার প্রধান মানব জিনবিজ্ঞানের অধ্যাপক ড. এরিক ভিলাইন বলেন, ‘আমাদের গবেষণায় যতোখানি অগ্রগতি হয়েছে তাতে বয়স নির্ধারণের ক্ষেত্রে একটা নির্ভরযোগ্য উত্তর আমরা পেয়েছি।’

তিনি বলেন, শুধু লালার একটি নমুনা নিয়েই আমরা বলতে পারব ওই ব্যক্তির বয়স কতো। তার সম্পর্কে আর বেশি কিছু জানার প্রয়োজন হবে না।

বিজ্ঞানীরা এ প্রক্রিয়াকে ‘মিথাইলেশন’ নাম দিয়েছেন। এটা হলো মানুষের ডিএনএ’র চারটি গাঠনিক উপাদানের  (অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন) এক প্রকার রাসায়নিক পরিবর্তন।

এ পদ্ধতির ব্যাখ্যায় ভিলাইন বলেন, যেহেতু আমাদের বয়স অনুযায়ী জিনের কিছু অংশে গাঠনিক পরিবর্তন আসে সেহেতু বয়স বাড়ার সাথে সাথে পারিপার্শ্বিকতারও প্রভাব পড়তে পারে আমাদের ডিএনএ তে।

তিনি জানান, মানুষের যতো বয়স হয় এবং বয়স বৃদ্ধি জনিত বিভিন্ন রোগের কারণে মিথাইলেশনের নকশাতেও পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তন দেখেই বয়স নির্ধারণ করা যায়।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সাবেক জিনবিজ্ঞানী সোভেন বোকল্যান্ড বলেন, ‘বয়সের সঙ্গে মিথাইলেশনের খুবই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। আমাদের জিনোম গঠনকারী ৩০০ কোটি গাঠনিক উপাদানের মধ্যে থেকে  মাত্র দুটি উপাদান নিয়ে পরীক্ষার মাধ্যমে কারো বয়স নিখুঁতভাবে নির্নয় করা সম্ভব।’

অপরাধীর সঠিক বয়স নিরুপণেও এই গবেষণার ফলাফল একটি মোক্ষম হাতিয়ার হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই গবেষণা পত্রটি পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান নামে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

-ইউএনবি, এপি

 

 

 

এই নিবন্ধটি আমি পরেছিলাম। এটা থেকে তো বোঝা যাচ্ছে যে  ডি এন এ টেস্ট দ্বারা সঠিক বয়স জানা সম্ভব। বাকীটা আল্লাহই ভালো জানেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ