শেয়ার করুন বন্ধুর সাথে

যেহেতু বস্তুটা পৃথিবীর কেন্দ্রে সেহেতু এর ভর শূন্য। কারন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 

ধরা যাক, চিত্রে ABC পৃথিবী এবং এর কেন্দ্র O । পৃথিবীকে R ব্যাসার্ধের মোটামুটি একটি গোলক কল্পনা করি যার গড় ঘনত্ব ρ ।

সুতরাং, পৃথিবীর আয়তন, V = 4πR3/3 ।

অতএব পৃথিবীর ভর, M = Vρ = 4πρR3/3 ।

ভূ-পৃষ্ঠে A বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ g হলে,

g = GM/R2

সুতরাং, g = 4GπρR/3 . . . . . . . . . . . . . . . . (1)

ধরি, পৃথিবীর অভ্যন্তরে ভূ-পৃষ্ঠ থেকে h দূরত্ব নিচে A' বিন্দুতে কোন বস্তু আছে । A' বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর উপর ভূ-কেন্দ্র O এর দিকে পৃথিবীর আকর্ষণ (R-h) ব্যাসার্ধের A'B'C' গোলকের আকর্ষণের সমান । এই গোলকের বাইরের অংশ বস্তুর উপর কোনো আকর্ষণ প্রয়োগ করে নাহ । এই গোলকের আয়তন V' এবং ভর M' হলে,

V' = 4π(R-h)3/3

এবং M' = V'ρ = 4πρ(R-h)3/3 ।

সুতরাং A' বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ g' হলে,

(2) নং সমীকরণকে (1) নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই,

(3) নং সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে, h এর মান বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় । অর্থাৎ g' এর মান কমতে থাকে ।

সুতরাং, ভূ-পৃষ্ঠ থেকে যতো নিচের দিকে যাওয়া যায়, অভিকর্ষজ ত্বরণের মান ততোই কমতে থাকে ।

 

পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ O বিন্দুতে h = R । সুতরাং, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান,

বা, g' = 0

 

অতএব, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য । আর তা শূন্য হওয়ায় সেখানে বস্তুর উপর কোনো আকর্ষণ বল কাজ করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ