সঙ্গমে লিপ্ত হলেই এবং লিঙ্গাগ্র (সুপারি) যোনিপথে প্রবেশ করালেই গোসল ফরয। তাতে বীর্যপাত হোক বা না হোক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

★সংগমে লিপ্ত অবস্থা বলতে আপনি যদি যোনী পথে বা পায়ুপথে ( যদিও এটা হারাম) লিংগ প্রবেশ করানো বুঝিয়ে থাকেন তবে মাসআলা এক রকম হবে। ★আর যদি চুম্বন, ঘর্ষণ / মর্দন বুঝিয়ে থাকেন তবে মাসআলা আরেক রকম হবে। ☞ যদি প্রথম অবস্থা বুঝিয়ে থাকেন তবে লিঙ্গাগ্র প্রবেশ করানোর সাথে সাথেই উভয়ের উপর গোসল ফরজ হয়েছে। এতে বীর্যপাত হওয়া নারী-পুরুষ কারও জন্যেই শর্ত নয়। ☞ আর দ্বিতীয় অবস্থা বুঝিয়ে থাকলে নারী-পুরুষ কারও উপরেই গোসল ফরজ হবে না। ( তবে যদি এই দ্বিতীয় অবস্থায় নারী-পুরুষ যে কারো বীর্যপাত হয়ে যায় এবং যোনিপথে লিঙ্গ প্রবেশ করানোর পূর্বেই কোন কারণে রতিক্রিয়া সমাপ্ত করে বা সমাপ্ত করতে বাধ্য হয় তবে যার বীর্যপাত হয়েছে শুধু তার উপরেই গোসল ফরজ হবে।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ