আপনি একজন দায়িত্বশীল অফিসার। যখন আপনি জানবেন যে, বাস্তবেই তাদের ওজর মিথ্যা, তখন তাদেরকে ছুটি দেওয়া এবং প্রতিষ্ঠানের কাজের ক্ষতি করা আপনার জন্য বৈধ নয়। কারণ তা এক প্রকার খেয়ানত এবং খেয়ানতের সহযোগিতা। আর মহান আল্লাহ বলেছেন, “হে বিশ্বাসীগণ! জেনে শুনে আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং তোমাদের পরস্পরের আমানত (গচ্ছিত দ্রব্য) সম্পর্কেও নয়।” (আনফালঃ ২৭) “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, আমানত তাঁর মালিককে প্রত্যপণ। করবে। (নিসাঃ ৫৮) আর আল্লাহর নবী (সঃ) “প্রতিটি মানুষই দায়িত্বশীল। সুতরাং প্রত্যেকই অবশ্যই তাঁর অধীনস্থদের দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণের দায়িত্বশীল। সে তাঁর দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করবে। একজন পুরুষ তাঁর পরিবারের দায়িত্বশীল। অতএব সে তাঁর দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তাঁর স্বামী ও সন্তানের দায়িত্বশীল। কাজেই সে তাঁর দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থের দায়িত্বশীলতাঁর ব্যাপারে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সহজ কথায় মিথ্যাটা ধরতে পারলে তাদের ছুটি দেয়াতো বৈধ নয়ই বরং শাস্তি দেয়া বৈধ । কারণ আপনাকে ওখানে মোটা বেতনে রাখাই হয়েছে ওদের ম্যানেজ বা সুপারভাইজ করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার এবং এগিয়ে নিয়ে যাবার জন্য । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ