শেয়ার করুন বন্ধুর সাথে

আরবের বিখ্যাত কুরাইশ বংশে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) জন্মগ্রহণ করেন। তাই কুরাইশ বংশের পরিচয়, সুখ্যাতি ও উদ্ভবের কাহিনী ইতিহাসের তাৎপর্যপূর্ণ বিষয়। হযরত ইসমাইল (আ) এর এক বংশধর আদনান মুস্তাবিরা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। হেযায, নযদ, পেত্রা ও পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তাবিরা গোত্রের নিযারি শাখা থেকে কুরাইশ বংশের উদ্ভব হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ