আপনি বাংলাদেশের শিক্ষাবোর্ড এর রেজাল্টের ওয়েবসাইট থেকে psc ও jsc সহ সকল পরীক্ষার রেজাল্ট পাবেন।   বাংলাদেশ শিক্ষাবোর্ড এর রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইট - http://www.educationboardresults.gov.bd/   টেলিটক সিমের শিক্ষাবোর্ড এর রেজাল্টের অফিসিয়াল  https://eboardresults.com/app/ আর android app এর মাধ্যমে রেজাল্ট পেতে techtunes এর Hsc Results 2018 with marksheet android app টি ব্যবহার করতে পারেন। মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি সহ সকল পরীক্ষার রেজাল্ট জানার পদ্ধতিঃ ➳যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC ➳এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | TEC= Technical Board ➳ এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। ➳ এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2018 লিখুন। ➳ Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2018 ➳ এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।

Talk Doctor Online in Bissoy App