শেয়ার করুন বন্ধুর সাথে

চিঠি পাঠানো একটি পুরাতন প্রক্রিয়া।যদিও এটি বর্তমানে চালু আছে তবুও বর্তমান প্রজন্ম এতে বেশী পরিচিতি নেই।এতে অস্বাবাবিকের কিছু নেই।চিঠি পাঠাতে হলে প্রথমে ভালো শক্ত কাগজে আপনার চিঠি হাতে অথবা কম্পিউটার টাইপ করে নিন।তারপর আলাদা একটা কাগজে প্রেরক ও প্রাপকের নাম ফোন, নাম্বার, ঠিকানা বইয়ের নিয়মে লিখে নিন।তারপর আপনার কাগজ নিয়ে পোষ্ট অফিসে গিয়ে জমা দিন।তারা ৫০টাকা রাখবে।তারপর আপনাকে একটা রশিদ দিবে।তারপর সর্বোচ্চ সাতদিনের মধ্যে প্রাপকের পোষ্ট অফিসে পৌছে যাবে।তারপর সেখান থেকে প্রাপককে ফোন করবে অথবা চিঠি প্রাপকের হতে পৌছে দিবে।বিঃদ্রঃ প্রাপকের ঠিকানা দেওয়াটা এখানে ফ্যাক্ট উদাঃপোস্ট কোড-ডাক অফিসের ঠিকানা,উপজেলা,জেলা।যেমনঃ2501-পাইকুরাটি,ধর্মপাশা,সুনামগঞ্জ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ