শেয়ার করুন বন্ধুর সাথে

নুডলস রান্না করার জন্য প্রথমে আপনি হালকা পানি দিয়ে নুডলস সেদ্ধ করে নিন কমপক্ষে ৫ মিনিট। তারপর তা নামিয়ে পানি অলাদা করে নিন। এখন সেটি পূণরায় পাত্রে ঢেলে প্রয়োজনীয় জিনিস দিয়ে যেমনঃ বিভিন্ন ধরনের মসলা, লবন ইত্যাদি নাড়তে থাকুন। তার ভিতর একটি ডিম ভেঙ্গে ছেড়ে দিন এতে আরও সুস্বাদু হবে। এভাবে ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে নিন। ব্যাস রান্না হয়ে গেল সুস্বাদু নুডলস।