শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল পদ্ধতি ওয়ার্ডপ্রেস থিম ডাইরেক্টরি অথবা অন্য কোন জায়গা থেকে একটি পছন্দমত থিম ডাউনলোড করে নিন। এখন আপনার ওয়েবসাইটের ড্যাসবোর্ডে লগিন করুন। তারপর নিচের ধাপ গুলি সম্পন্ন করুনঃ Appearance থেকে Theme মেনুতে যান। Install ট্যাব এ ক্লিক করুন। এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন (Search | Upload | Featured | Newest | Recently Updated) Upload এ ক্লিক করুন। এখানে আপনাকে থিমটি ব্রাউজ করতে বলবে। Browse এ ক্লিক করে থিমটি ধরিয়ে দিন। এবার আপলোড বাটনে ক্লিক করুন এবং আপলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সম্পূর্ণ আপলোড শেষ হলে Active বাটনে ক্লিক করুন। থিমটি সফল ভাবে ইন্সটল হয়ে গেছে, এখন আপনি সাইট ভিজিট করে দেখতে পারেন। থিমে যদি কোন এডভান্স অপশন থাকে, তাহলে Appearance মেনুর ভিতরে আরেকটি নতুন মেনু দেখতে পাবেন। সেখান থেকে আপনি থিমের ফিচারগুলি কন্ট্রোল করতে পারবেন। এই হল ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল। খুব সহজ মনে হচ্ছে না? আসলে ইন্সটল করার সময় আরও সহজ মনে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ