যেভাবে ফেসবুক এ আপনার পছন্দের  কাজ বা প্রজেক্ট বা ক্লায়েন্ট খুজে বের করবেন ঃ  Step-1: আমাদেরকে যে কোন ব্রাউজার থেকে এই https://web.facebook.com লিংক এ যেতে হবে। এই ঠিকানা থেকে লগইন করতে পারবেন।  Step-2: এখন আমরা সার্চ বক্সে প্র্যোজনীয় প্যারামিটার দিয়ে সার্চ করবো। প্যারামিটার গুলোকে “ ” ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে।  যেমনঃ “looking for” “web developer” লিখে এন্টার দিবেন। এখানে “web developer” হল কাজের নাম। আপনি যে কাজ বা প্রজেক্ট খুজতে চান সেটা দিবেন “web developer” এর পরিবর্তে। “graphics designer” , “SEO expert”, “logo designer”, “Content Writer”, “digital marketer” এই রকম অনেক কিছু যা। আপনি যেটা ভাল পারেন বা যে কাজ আপনার পছন্দ বা যে কাজ করতে চান।  Step-3: নিচের দিকে আপনার সার্চ করা প্যারামিটার অনুযায়ী কাজ দেখতে পাবেন। এখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন উনাদেরকে ইনবক্স বা কমেন্ট করে বা রিকুয়েস্ট পাঠাবেন।  আরো কিছু প্যারামিটার আছে আপনি সার্চ করতে পারেন যেমনঃ  “am looking” “is looking”  “are looking”  “am seeking”  “is Seeking” “we looking”  “we seeking” এই গুলার সাথে আপনি আপনার কাজের নামটা বা আপনি যে প্রজেক্ট খুজতে চান সেটা লিখে সার্চ করবেন। তবে মনে রাখবেন সেটা কিন্তু “ ” ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ