Share with your friends

মোবাইলে SMS এর মাধ্যমে জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৭ জানার নিয়মঃ - যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JDC । - এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ MAD = Madrassah Board । - এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। - এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2017 লিখুন। Example:  JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2017 - এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

Talk Doctor Online in Bissoy App

JSC ও JDC রেজাল্ট এর জন্য পরিক্ষার পরিক্ষার্থির নিজের রেজাল্ট এর জন্য → রেজিঃ নাম্বার ছাড়া http://eboardresults.com/app/stud/ বা রেজিঃ নাম্বার দিয়ে http://www.educationboardresults.gov.bd/regular/index.php পুরা স্কুল এর রেজাল্ট এর জন্য সমস্ত বোর্ড → http://eboardresults.com/app/stud/?rtype=6 বা http://mail.educationboard.gov.bd/web/ স্কুল এর EIIN Number PEC রেজাল্ট এর জন্য শুধুমাত্র এক জন পরীক্ষার্থীর রেসাল্ট দেখতে → http://dperesult.teletalk.com.bd/dpe_result.php বা http://180.211.137.51:5839 থানা কোড পেতে নিচের লিংক এ ক্লিক করুন→ Bangladesh All Thana Code JSC, JDC ও PEC রেজাল্ট SMS এর মাধ্যামে দেখার নিয়ম ১. জেএসসি পরীক্ষার ফলাফল জানতে, JSCবোর্ডের প্রথম ৩ অক্ষরRoll নম্বরYear লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। উদাঃ JSC DHA 123456 2017 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। ২. জেডিসি পরীক্ষার ফলাফল জানতে, JDC মাদ্রাসা বোর্ডRoll নম্বর Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। উদাঃ JDC MAD 123456 2017 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ৩. পিএসসি পরীক্ষার ফলাফল জানতে, DPE Student ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাঃ DPE 123456 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ৪. একতেদায়ী পরীক্ষার ফলাফল জানতে, EBT Student ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাঃ EBT 123456 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

Talk Doctor Online in Bissoy App