Share with your friends

youtube এর video গুলো download করার সবচেয়ে ভালো. Apps হল Vidmate ও Suntube

Talk Doctor Online in Bissoy App

youtube এর video গুলো download এর জন্য আপনাকে tubemet এপ্লিকেশন্টি ব্যাবহার করতে হবে। অন্যথায় আপনি youtube এর offline video অপশনে video সমূহ save করে রাখতে পারেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App

নিচে কয়েকটি পদ্বতি দেয়া হলো : ১. সফটওয়্যার দিয়ে করতে চাইলে IDMএইটার অসুবিধা হলো এইটা প্রিমিয়াম সফট !(তবে এখন অবশ্য ক্রাক ভার্সন পাওয়া যায় আবার প্রি-এক্টিভেট ভার্সন ও রয়েছে!) এইটা ইনস্টল করে ব্রাউসার এ ভিডিও প্লে করলেই হবে তখন ভিডিও ডাউনলোড করার একটা অপসন আসবে ! আর এইটা মোটামুটি সব ব্রাউসারই সাপোর্ট করে !  ২. আরেকটা হলো Orbit downloaderএইটা ফ্রি সফটওয়্যার ! এইটা জাস্ট ইনস্টল করলেই ব্রাউসার এর উপরে নতুন একটা অপসন  দেখা যাবে যখন ইউটিউব ভিডিও প্লে করা হবে তখন ঐখানে শুধু ক্লিক করলেই হবে ডাউনলোড শুরু হয়ে যাবে ! আমার মনে হয় সফটওয়্যার হিসেবে এই দুইটায় যথেষ্ট ! (আমি নিজে এই দুইটা সফট ব্যবহার করতে পছন্দ করি তবে ,এখন অবশ্য IDM ব্যবহার করতে সাছ্যন্দ বোধ করি !)  এইবার বলব সফটওয়্যার ছাড়া কিভাবে করা যায় ?  ১. এরজন্য ভিডিও টি প্লে করার পর ব্রাউসার এর উপরে যেই লিংক থাকে সেইখানে www. এরপরে 10 বসিয়ে এন্টার দিতে হবে তারপর নতুন একটা পেজ ওপেন হবে অপিখানে নিজের পছন্দ অনুযায়ী কোয়ালিটি সিলেক্ট করে ডাউনলোড দেয়া যাবে ! (অনেক ভিডিও আছে যেইগুলো কোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে করা যায়না করা গেলেও তা বেশ ঝামেলার ,সেইগুলো এইভাবে করলে আবার বেশ কাজে দেয় !)  ২. আরেকটা হলো www. এরপরে ss লিখে এন্টার , এরপরে সেই আগের মতই নতুন একটা পেজ ওপেন হবে আর একইভাবে ডাউনলোড দিতে হবে !  ৩. একই নিয়মে www. এর পরে pwn লিখে এন্টার দেয়া !  ৪. শেষ আরেকটি হলো www. এরপরে kiss লিখে একইভাবে এন্টার দিয়ে বাকি কাজ করা সফটওয়্যার ছাড়া আরেকটা পদ্ধতি হলো ওয়েবসাইট এর সাহায্যে এরকম একটি ওয়েবসাইট হলো Keepvid.com (এরকম আরো কয়েকশ ওয়েবসাইট রয়েছে তবে এইটা বলার কারণ হলো, এইটা বেশ ফ্যামাস আর আমাকে মাঝে মাঝে এইটা ব্যবহার করতে হয় !) যাকগে আশা করি এই কয়টা নিয়মই যথেষ্ট ! তবে আমি বলব, এর জন্য IDM হলো বেস্ট তাই নিচে IDM এর একটি প্রি-এক্টিভেট ভার্সন দিয়ে দিলাম !কোনো সিরিয়াল এর ঝামেলা নেই  ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে !  আশা করি, কাজে আসবে............  ধন্যবাদ I

Talk Doctor Online in Bissoy App

আপনার কাঙ্খিত ভিডিওটির লিংক কপি করুন তারপর uc/chrome অথবা যেকোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করুন এবং m.youtube.com/ujxdjddjuggfzt........ m. কেটে ss বসিয়ে দিন যেমন ssyoutube.com/hjcdzaubxd

Talk Doctor Online in Bissoy App