শেয়ার করুন বন্ধুর সাথে

শুধুমাত্র ডোমেইন কেনা হয় তাহলে প্রথমে আমি শুধুমাত্র ডোমেইন কেনার উপায়টি এখানে দেখাচ্ছি। ধাপ ১। আপনার ডোমেইনটি পছন্দ করুন আপনার ডোমেইনটি পছন্দ করুন। হ্যা, যেহেতু ডোমেইন হল একটি ইউনিক নেম, তাই আপনি শুধুমাত্র ওই ডোমেইনটিই কিনতে পারবেন যা আপনার আগে অন্য কেউ রেজিস্ট্রেশন করে ফেলেনি। তাই প্রথমে আপনি আপনার সাইটের জন্য একটি সুন্দর নাম পছন্দ করুন। ধাপ ২। একটি ডোমেইন রেজিস্ট্রার কম্পানির সাইটে ভিজিট করুন আপনার ডোমেইন এর নামটি পছন্দ করা হয়ে গেলে এবার Namecheap এ ভিজিট করুন। আমি এখানে Namecheap কে রেকমেন্ড করছি কারন তারা হল ওয়ার্ল্ড ক্লাস ডোমেইন রেজিস্ট্রার। আপনি চাইলে GoDaddy থেকেও আপনার ডোমেইনটি কিনতে পারেন। কিন্তু ভুলেও লোকাল কারো কাছ থেকে এই যেমন লোকাল কোন কোম্পানি বা বড় ভাইকে দিয়ে আপনার ডোমেইনটি কেনাবেন না। কারন আপনাকে আপনার নিজস্ব একাউন্টেই ডোমেইন কিনতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। এমন ঘটনা অহরহ ঘটছে যে লোকাল কারো কাছ থেকে ডোমেইন কিনলেন, কিন্তু পরের বছর আর রিনিউ করতে পারলেন না কারন আপনি আপনার একাউন্টে আপনার ডোমেইনটি কেনেননি। তাই এই ব্যাপারটায় সচেতন হোন। ধাপ ৩। আপনার ডোমেইনটি সার্চ করুন Namecheap এ ভিজিট করলে আপনি একটি ওয়েব পেইজ পাবেন যেখানে নিচের মত একটি বক্স দেখতে পাচ্ছেনঃ এই বক্সে আপনার পছন্দের ডোমেইন নেমটি বসিয়ে দিন আর এরপর .com এক্সটেনশনটি ব্যবহার করুন কারন .com হল সবথেকে জনপ্রিয় এক্সটেনশন। এরপর এর পাশে থাকা সার্চ বাটনটিতে ক্লিক করুন। আপনার ডোমেইনটি যদি এভেইলেবল থাকে তবে আপনি তার বা দিকে একটি টিক চিহ্ন ও ডানদিকে একটি শপিং কার্ট বাটন দেখতে পাবেন। আমি gotopblogging.com দিয়ে টেস্ট করেছি এবং দেখতে পারছেন যে তার ডানদিকে ডোমেইনটির দামসহ একটি শপিং কার্ট দেখাচ্ছে৷ ধাপ ৪। আপনার ডোমেইনটি শপিং কার্ট এ যোগ করুন এবার আপনি ওই শপিং কার্ট বাটনে ক্লিক করুন ও দেখবেন যে ডানদিকে থাকা আপনার কার্টে তা যুক্ত হয়ে গিয়েছে৷ ধাপ ৫। View Cart বাটনে ক্লিক করুন এবার নিচে দেখবেন যে View Cart নামে একটি বাটন আছে। এখানে ক্লিক করলে একটি লিস্ট দেখতে পাবেন৷ ধাপ ৬। কিছু সেটিং বুঝে নিন এখান থেকে আপনি আপনার ডোমেইনটি কত বছরের জন্য কিনতে চান তা সিলেক্ট করে নিতে পারবেন। 1 Year বাটনটিতে ক্লিক করে আপনার প্রয়োজনমত যে কয় বছর ইচ্ছা তা বাড়িয়ে নিন। আর এর পাশে থাকা AUTO- RENEW অন করে দিন তাতে করে আপনার ডোমেইনটি প্রতি বছর অটোমেটিকলি রিনিউ হয়ে যাবে। ধাপ ৭। ডোমেইনের বিল পরিশোধ করুন এবার আপনার ডোমেইনের সমস্ত ইনফরমেশন আবারও ভালমত চেক করে নিন যে কোথাও কোন ভুল আছে কিনা ।#collect

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ