Share with your friends

এর জন্য দুটি সল্যুশন আছে, প্রথমত, আপনার যে মোবাইলের জিমেইল address এবং পাসওয়ার্ড টি আছে সেটি যদি ইম্পর্টেন্ট (important) হয় যদি আপনার প্রয়োজন না পড়ে। তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে যে জিমেইল এড্রেস টি এবং পাসওয়ার্ড টি কে আপনি নোট ডাউন করে রাখবেন অথবা লিখে রাখবেন খাতায়।  যাতে করে পরবর্তী সময়ে সেখানে যখন জিমেইলের পাসওয়ার্ড টিকে ফিলাপ করার জন্য বলবে সেখানে কোনো রকমের আপনার অসুবিধে না হয়।  এবং দ্বিতীয়তো, আপনার মোবাইলের জিমেইল এড্রেস টি আছে সেটি যদি ইম্পর্টেন্ট না হয়। যদি আপনার প্রয়োজন না পরে। তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে জিমেইল আইডি রিমুভ (remove) করে দিতে পারেন।  সুতরাং যদি আপনার মোবাইল থেকে জিমেইল এড্রেস রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে কোন রকমের frp লক লেগে যাওয়ার ভয় থাকে না। আপনার মোবাইলটি কিন্তু নরমালি ওপেন হয়ে যায়।

Talk Doctor Online in Bissoy App