এমন এক সময় আসতে পারে যখন আপনার রাউটার সেটিংস পরিবর্তন করা দরকার হতে পারে। এ কাজটি করার জন্য আপনাকে সম্ভবত ওয়েব ব্রাউজারে এর আইপি অ্যাড্রেসে এন্টার করতে হতে পারে। কিন্তু এই আইপি অ্যাড্রেস আসলে কী এটি যদি না জানেন, তাহলে উইন্ডােজের সহায়তা নিতে পারেন এটি খুঁজে পাওয়ার জন্য। এজন্য স্টার্ট মেনুতে cmd টাইপ করে কমান্ড প্রম্পট ওপেন করুন। এরপর ipconfig/all টাইপ করে এন্টার চাপুন। এবার আবির্ভূত হওয়া লিস্টে স্ক্রল ডাউন করুন এবং আপনার রাউটারের সাথে সংযুক্ত নেটওয়ার্ক অ্যাডাপ্টারের খোঁজ করুন। লক্ষণীয়, এটি Default Gateway সেটিংস যা আসলে রাউটার অ্যাড্রেস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ