শেয়ার করুন বন্ধুর সাথে

বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না। কারণ, তড়িৎ পরিবহনের জন্য প্রয়ােজনীয় আয়ন বিশুদ্ধ পানিতে পাওয়া যায় না। কিন্তু বিশুদ্ধ পানিতে, যদি যথেষ্ট পরিমাণে আয়নের উপস্থিতি নিশ্চিত করা যায় তবে পানি তড়িৎ পরিবহন করে। বিশুদ্ধ পানিতে যদি লবণ, ক্ষার, এসিড প্রভৃতি যােগ করা হয় তবে পানিতে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে। এ আয়ন তড়িৎ পরিবহন করতে পারে বলে পানি তড়িৎ পরিবাহী হয়। অর্থাৎ বিশুদ্ধ পানিতে যথেষ্ট পরিমাণ আয়নের উপস্থিতি নিশ্চিত করতে পারলে তা তড়িৎ পরিবহন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ