শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার স্মার্টফোন যে জিমেইল, ইয়াহু, হটমেইল সাপোর্ট করে তা নিশ্চয়ই জানেন? আপনি চাইলেই আপনার মেইল অ্যাকাউন্টটি আপনার ফোনের সাথে অ্যাটাচ করে নিতে পারেন। এইজন্য আপনার ফোনের মেনু থেকে ই-মেইল অ্যাপে ক্লিক করুন। তারপর সেখানে আপনার ই-মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিন, তারপর ভেরিফাই এর জন্য “Next” এ ক্লিক করুন। তারপর “Sync email form this account” এবং অন্যান্য অপশনগুলো তে আপনার পছন্দমত টিক চিহ্ন দিন। তারপর আবার “Next” দিন। এবার আপনার নিক নেম দিন, যে নামে মেইল গুলো সেন্ড করা হবে। ব্যস! আপনার মেইল অ্যাকাউন্ট থেকে আপনি এখন ফোনেই মেইল পাঠাতে পারবেন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ