যদি আপনি একাধিক অ্যাপের জন্য একটি ফোল্ডার বানাতে চান তাহলে একটি আইকন বেছে নিয়ে সেটিকে ধরে অন্য আইকনের উপর ফেলুন, আপনার সিস্টেম অটোম্যাটিক্যালি একটি ফোল্ডার ক্রিয়েট করবে Unnamed Folder নামে। আপনি সেই নামের উপর ক্লিক করে ফোল্ডারের পছন্দসই নাম দিতে পারেন। আর ফোল্ডার রিমুভ করতে হলে ফোল্ডার ওপেন করে ভেতরে যেসব আইকন আছে সেগুলো ধরে বাইরে নিয়ে আসুন, ফোল্ডার রিমুভ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ