শেয়ার করুন বন্ধুর সাথে

অনেক সময় দ্রুত কাজ সারার জন্য হোম স্ক্রীনে কিছু অ্যাপের শর্টকাট রাখার দরকার হয়। এইজন্য আপনার ফোনের সিস্টেম ট্রে হতে All Apps icon (All-Apps.png অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সকল টিপস ও ট্রিকস (মেগাটিউন)) টি সিলেক্ট করুন। সবগুলো অ্যাপের লিস্ট আসলে পছন্দেরটি সিলেক্ট করে টাচ করে ধরে রাখুন দেখবেন সেটি নড়তে শুরু করেছে। এবার সেটিকে টেনে হোম স্ক্রীনে ফেলুন, শর্টকাট তৈরী হয়ে যাবে। আর হোম স্ক্রীনের শর্টকাট মুছতে চাইলে শর্টকাটটিকে টাচ করে ধরে রাখুন, রিমুভের অপশন আসবে। সেটিতে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে।