বাংলাদেশের অনেক কোম্পানী লোকাল কারেন্সিতে ডোমেইন কেনার সুযোগ দেয় । আবার আপনি চাইলে www.godaddy.com বা http://smallbusiness.yahoo.com/থেকে মাস্টারকার্ড দিয়ে কিনতে পারেন । যদি আ্যালার্টপে,পেপাল (varified/unvarified),মানিবুকার্স,লিবার্টিরিজার্ভ দিয়ে ডোমেইন কিনতে চান তাহলে http://www.xtraorbit.com/index.php থেকে কিনতে পারেন ।প্রোভাইডার ভেদে ডোমেইন এর দাম কম বেশি হয়ে থাকে। .Com/.Net/.Org ডোমেইন গুলো 800 টাকা থেকে ১০০০ টাকার মধ্যে কিনতে পারা যায় ।ডোমেইন কিনতে গেলে সবার আগে দেখবেন ডোমেইনের ফুল কন্ট্রোল দেয় কি না। ফুল কন্ট্রোল ছাড়া ডোমেইন কিনবেন না। আপনার ডোমেইনটি যেন .com হয়। কারন বেশীরভাগ ক্ষেত্রেই মানুষ ডোমেইন বলতে মূলত .com ডোমেইনকে বুঝে। হোস্টিং নির্বাচন করা কিছুটা কঠিন বিষয়। এটি অনেক বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত সাইজ, কত মেগা বা কত গিগার হোস্টিং নিবেন তা ঠিক করতে হবে আপনাকেই। অনেক সময় দেখা যায় আপনার ওয়েব সাইটটি হবে অনেক ছোট, কিন্তু হয়ত আপনার মেইল দরকার হবে অনেক। এক্ষেত্রে আপনার কেনা হোষ্টিং এর মেইল সংখ্যা যাই হোক না কেন, সব মেইল কিন্তু আপনার কেনা হোষ্টিংএর মধ্যেই থাকবে। ধরুন আপনি কিনলেন ৫০০ মেগার হোষ্টিং, এবং সাথে পেলেন আনলিমিটেড ইমেইল। এই আনলিমিটেড দেখে খুশি হবার কিছুই নেই। কারণ আপনার সব মেইল জমা হবে এই ৫০০ মেগার মধ্যেই। তবে এই ক্ষেত্রে সহজ সমাধান গুগল এ্যাপস। গুগুল এ্যাপস ব্যবহার এর সুবিধা হল আপনি আপনার হোস্টিং এর বাইরে মেইল পাবেন কিন্তু মেইল এড্রেস হবে [email protected] ফরম্যাটে। প্রতি মেইলে পাবেন প্রায় ৫ গিগা করে। তাই এটা আপনার হোস্টিং এর উপর কোন প্রভাব ফেলবেনা।

Talk Doctor Online in Bissoy App
Tanvir90

Call

আপনি খুব সহজেই ডট কম ডোমেইন কিনতে পারে। কিনতে হলে আপনাকে অনলাইনে বিভিন্ন প্রোভাইডার আছে তাদের কাছ থেকেও কিনে  নিতে পারে। সে ক্ষেত্রে আপনার টাকা বেশি লাগতে পারে। আর আপনার যদি mastercard থাকে তাহলে আপনি নিজে কিনতে পারেন। ডোমেইন এবং হোস্টিং কেনা জন্য সবথেকে ভাল মাধ্যম হচ্ছে নিম্চি ডট কম ।থেকে আরও বিস্তারিত জানার জন্য আপনি ইউটিউব ভিডিও দেখতে পারেন আশা করি আপনি বুঝছেন। ডোমেইন এবং হোস্টিং সেট করতে হলে আপনাকে কারো সাহায্য নিতে হবে নয়তো কোন ভিডিও দেখে বুঝে নিতে হবে । 

Talk Doctor Online in Bissoy App