যখন কলেজে পড়তাম, তখন একটা অংক দেখেছিলাম যে অংকটিতে ২ এবং ২ গুন করে কিংবা যোগ করে ৫ হয় | অংকটির সমাধান কারো জানা থাকলে শেয়ার করবেন |
শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা জানি, -20=-20 বা, 16-36=25-45 বা, (4*4)-2*4*(9/2)=(5*5) -2*5*(9/2) উভয় পক্ষে (9/2)*(9/2) যোগ করে পাই, বা, (4*4)-*4*(9/2)+(9/2)* (9/2)=(5*5)-2*5*(9/2) +(9/2)*(9/2) বীজগণিতের সুত্রানুসারে আমরা পাই, (4-9/2)(4-9/2)= (5-9/2) (5-9/2) এখন উভয় পক্ষকে বর্গমূল করে পাই, (4-9/2)= (5-9/2) উভয় পক্ষ হতে (9/2) বিয়োগ করে পাই, 4=5 বা, 2+2=5 অর্থাত্‍, 2+2=5!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ