কিভাবে অন্যের ফোন দিয়ে Wifi নেট চালা যায়। আমি অন্যের ফোন দিয়ে নেট চলাতে চাই, সেটা কিভাবে করব please বিস্তারিত বলবেন বুঝিয়ে।
Share with your friends

আপনি যে মোবাইল দিয়ে চালাতে চান। তারজন্য আপনাকে যা করতে হবে।।

 চায়না ব্রান্ডের মোবাইল এর জন্য,  Setting < more Network < Tethering and Hotapot < Portable hotapot..  ওকে করলে কানেক্ট পেয়ে যাবে।  যদি পাসওয়ার্ড চায় তবে Portable hotspot এ গেলে আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন। 

২. Nokia : Setting < Mobile data And Network < Tethering ans Hotspot... 

Samsung : Setting < More network / mobile network < Tethering ans hotspot... 

তবে সবার প্রথম আপনার মোবাইলের ডাটা কানেক্ট অন করে নিতে হবে। 

Talk Doctor Online in Bissoy App

যার মোবাইল থেকে নেট চালাবেন তার মোবাইল এ নেট চালু করুন। এরপর সেটিংস থেকে wifi hotspot (tethering & portable hotspot) চালু করুন। hotspot settings থেকে configure করে নিতে পারেন (পাসওয়ার্ড, হটস্পট নেম, আপনার ইচ্ছা)। এবার আপনার মোবাইল এর wifi চালু করুন। এখন ঐ মোবাইল এর হটস্পট এর যে নাম তা দেখাবে। কানেক্ট করুন আর ব্যবহার করুন ইন্টারনেট। 

Talk Doctor Online in Bissoy App