Call

পাসওয়াড তো চইবেই যার মোবাইল থেকে ডাটা ইউস করবেন সেখানে সে পাসওয়াড মেরে রেখেছে তাই আগে তার কাছে থেকে পাসওয়াড টা নিয়ে নিলে চালাতে পারবেন .

Talk Doctor Online in Bissoy App
Call

যদি তাই হয়, তাহলে আপনি যে মোবাইল থেকে নেট চালাতে চাচ্ছেন, তার হসপটের পাসওয়ার্ড আপনাকে দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Jainuddin

Call

আপনার চালু করা hotspot মোবাইল এ পাসওয়ার্ড দিয়ে সেভ আছে তাই অন্য মোবাইল দিয়ে wifi কানেক্ট করলে পাসওয়ার্ড চাইছে। সমাধান :-চালু করা hotspost মোবাইল এ সেটিং এ গিয়ে hotspot অপশন এ ক্লিক করুন,name and password সেটিং এ ক্লিক করুন,তাহলেই পাসওয়ার্ড দেখতে পাবেন...ব্যাস এবার ওই পাসওয়ার্ড অন্য মোবাইল এ দিয়ে কানেক্ট করুন..।

Talk Doctor Online in Bissoy App