আমি ডোমেইন কিভাবে বানাব।কারু জানা থাকলে জানান।আর কোন টিউটোরিয়াল থাকে তাও বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
ToukiRHD

Call

প্রথমে http://dot.tk এই এড্রেসে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আপনার হোমপেজ এ Create New Domain এ ক্লিক করে একটা .tk ডোমেইন ক্রিয়েট করুন। এবার My Domain এ যান, সেখানে আপনার সদ্য ক্রিয়েট করা ডোমেইনটি দেখতে পাবেন। সেটার পাশে Manage Domain ক্লিক করুন।

পরবর্তী পেজে DNS Service অপশন থেকে Nameserver সিলেক্ট করুন, অনেকগুলো ঘর আসবে, প্রথম ঘরে লিখুন NS1.WAPKA.MOBI দ্বিতীয় ঘরে লিখুন NS2.WAPKA.MOBI বাকি গুলো খালি রাখুন। Submit এ ক্লিক করুন।


এবার ওয়াপকাতে লগইন করুন যে সাইট .tk করবেন সেটাতে ক্লিক করুন >> Domain Manager >> Own Domain >> (http:// সহ ক্রিয়েট করা টিকে ডোমেইনটা লিখুন >> Submit করুণ। >> একটা বার্তা দেখবেন New domain working, test! ব্যাস কাজ শেষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ