Ridmik keybord -এ কিভাবে (রেফ) দিতে?
Share with your friends
Junait

Call

আপনি যে শব্দটির উপরে রেফ দিতে

চান তার পূর্বেই রেফ কার টি দিন

যদি লিখতে চান... কর্ক

তাহলে এভাবে লিখবেন...

ক + র্ + ক

বিঃদ্রঃ--- রেফ কার উপরে না যাওয়া পর্যন্ত " র্  " 

এরকম দেখায়।

image

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি অভ্র তে লেখতে হলে vowel পর rr লেখে তার পর যে উপর রেফ দিতে ছান  ঐ অক্ষর লেখবেন। যেমন পর্বত = p+o+rr+b+t


Talk Doctor Online in Bissoy App

রেফ লিখার নিয়ম হলো দুইবার r এ চাপ দিতে হবে রেফ লিখার জন্য, যেমন-

কর্ম =  korrm

খর্ম = khorrm

তাছাড়া Ridmik কি বোর্ড এ লিছু নিয়ম দেওয়া আছে, লক্ষ করলেই পাবেন। 

Ridmik কি-বোর্ড এ গিয়ে ডান পাশে দেখেন টিউটোরিয়াল দেওয়া আছে, ক্লিক করেন বিস্তারিত পেয়ে যাবেন।


Talk Doctor Online in Bissoy App