আমার j2 ফোনে pc দিয়ে root করবো কিভাবে?? Twrp recovery দিয়েছিলাম কিন্তু  recovery mode এ গেলে show করে না। plz help me....plz.....plz.......plz.


Share with your friends

SAMSUNG GLAXY J  সিরিজের সকল ফোন PC

ছাড়া রুট করতে পারবেননা।

Talk Doctor Online in Bissoy App

360 রুট ব্যাবহার করেন আমি এটা দিয়ে রুট করেছি। রুট করে আনরুট করবেন কারন এটা চাইনিজ ভাষার এ্যাপ কি লিখা আছে বুজতে পারবেন না।আনরুট করে কিংরুট দিয়ে রুট করেন দেখবেন হয়ে যাবে।যদি না হয় তাহলে ৩৬০ আনরুট না করেই কিংরুট দিয়ে ট্রাই করেন।কিংরুট ১০০% হয়ে গেলে ৩৬০রুট আনইন্সটল করে দিন।ইনশাল্লাহ কাজ হবে।

 এখান থেকে ডাউনলোড করুন http://m.apkhere.com/app/com.qihoo.permmgr



Talk Doctor Online in Bissoy App
Call

আমি যে সফটওয়্যার দিয়ে আমার মোবাইল root করছি তাহল KingoRoot.এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার মোবাইল root করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমের আপনার মোবাইল ব্রাউজার দিয়ে google গিয়ে আপনি kingoRoot লিখে সার্জ করবেন তারপর প্রথম যে লিংক আসবে সেটাতে ক্লিক করবেন,লিংকে প্রবেশ করার পর একদম নিচে চলে যাবেন। এবার দেখতে পাবেন মমোবাইল ভার্সন, তারপর আপনার মোবাইলের ভার্সন অনুযায়ী আপনি সফটওয়্যার টি ডাউনলোড করে ইনিস্টল করে ওপেন করবেন। তারপর এক ক্লিকে আপনার মোবাইল টি root করে ফেলতে পারবেন। *root করার সময় ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে । *kingoroot সফটওয়্যার টি আপনি প্লে ষ্টোর এ পাবেন না। *মোবাইল root ১০০% হওয়ার পর মোবাইল একাই reboot নেবে আর যদি না নেয় তাহলে আপনি reboot করবেন। আশা করি আপনি কাজটি সম্পূর্ণ করতে পাবেন।................. BY......MINDLESS..........

Talk Doctor Online in Bissoy App