Call
ভারতের সর্বস্তরের মানুষের ক্ষোভ ও অসন্তোষ সিপাহিদের মধ্য দিয়েই সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল তাই কোন কোন ঐতিহাসিক ১৮৫৭ সালের বিদ্রোহকে মহাবিদ্রোাহ বলেন। ঐতিহাসিক নর্টন, ফরেস্টার, ডাফ প্রমূখ মনে করেন যে, ১৮৫৭ সালের বিপ্লব সিপাহিদের মধ্য দিয়ে শুরু হলেও কালক্রমে তা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল। মূলত ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব ছিল একটি সর্বাত্মক ও সশস্ত্র সংগ্রাম। তাই একে মহাবিদ্রোহ বলা হয়।
Talk Doctor Online in Bissoy App