Call
বিয়ের দিনে অনুপমের মামা যৌতুক নিয়ে হীন মানসিকতা দেখালেও অনুপম তার কোনো প্রতিবাদ করেনি বলে শম্ভুনাথ সেন অনুপমের সঙ্গ মেয়ে বিয়ে দিলেন না। অনুপমের যৌতুকলোভী মামা মেয়ের বিয়েতে শম্ভুনাথ সেনের দেয়া স্বর্ণালংকার সেকরা দিয়ে যাচাই করে। তার এ হীন মানসিকতা শম্ভুনাথের ব্যক্তিমর্যাদা ভুলুণ্ঠিত করে। অন্যদিকে, মামার এ আচরণে অনুপমের নির্বিকার থাকা তার পৌরুষহীন ব্যক্তিত্বরহিত চরিত্রকেই সুস্পষ্ট করে তোলে। আত্মমর্যাদাসম্পন্ন শম্ভুনাথ সেন স্বাভাবিকভাবেই এমন নীচ পরিবারে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানান।
Talk Doctor Online in Bissoy App