Call
যেসব উদ্ভিদের ফুল ধারণের উপর দিন-রাতের দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই সেগুলোই দিবস নিরপেক্ষ উদ্ভিদ। ভুট্টা বছরের যেকোনো সময় ফুল ধারণ করতে পারে। দিনের আলোক সময় এদের ফুল ধারণে কোনো ধরনের বাধার সৃষ্টি করতে পারে না। প্রয়োজনীয় দৈহিক বৃদ্ধি হলেই ভুট্টা ফুল দেয়। সারা বছরই এর চাষ করা যায় । এসব কারণেই ভুট্টা দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ উদ্ভিদ।
Talk Doctor Online in Bissoy App