Jobedali

Call

সাপোজিটরি নিলে কোনো সমস্যা নেই। ৫০০ মিলিগ্রামের নিতে পারে। রেকটাম দিয়ে শোষণ বেশি হয়। তাই ভালোই, খারাপ নয়। তবে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ না নেওয়াই ভালো। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে হবে। এ ছাড়া প্যারাসিটামল ট্যাবলেট ৫০০ মিলিগ্রাম দিনে চারবার নিতে পারবে। চারবারের বেশি না নেওয়াই ভালো। এরপর যদি দেখা যায় কারো জ্বর ১০২ থাকছে, সে আরেকটি খেয়ে নিতে পারে। ১০২-এর বেশি জ্বর হলে অন্যান্য জিনিস করতে হয়, প্যারাসিটামল ছাড়া। গোসল করে ফেলতে পারে। পানি পান ছাড়াও বরফের স্যাঁক দিতে পারে। ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে দিতে পারে। এগুলো জ্বরে ভালো কাজ করে। কোনোমতেই আমাদের চেষ্টা হওয়া উচিত নয় যে জ্বর একদম নামিয়ে ফেলব। তিন/চার দিন ১০০ জ্বর থাকলে কিছু হবে না। একইভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ