ইতিহাসবিদ না-কি ইতিহাসবিৎ? কোনটা সঠিক সেটা নিয়ে আলোচনা করার আগে বলে নেওয়া-ই ভালো হবে যে, এবিষয় নিয়ে আলোচনার কারণ। কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, সেখানে একটা রেফারেন্স দিতে গিয়ে লিখেছিলাম 'ইতিহাসবিৎ…..' সুতরাং ঐ পোস্টের কমেন্ট একজন সচেতন ভাষাবিৎ প্রতিবাদ করে লিখেছিলেন 'আপনার কাছ থেকে এমন ভুল আশা করিনি অর্থাৎ ইতিহাসবিদ‌্দের জায়গায় ইতিহাসবিৎ লিখাটা উনি আমার কাছে আশা করেননি। এটা না-কি মারাত্মক ভুল। যাই হোক আমি সেদিন তার সাথে তর্কে জড়াইনি; বরং বলে ছিলাম সুযোগ হলে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করবো – ইনশাআল্লাহ। যাজ্ঞে, এবার আলোচনা করা যাক, বাংলা শব্দের কোথায় 'ত' আর কোথায় 'ৎ' (খণ্ড-ত) হবে। শব্দের শেষাংশে যদি কৃৎ, চিৎ, জিৎ, বিৎ কিংবা অৎ, বৎ, সাৎ থাকে তবে 'ৎ'(খণ্ড-ত)–ই হবে 'ত' বা 'দ' হবে না। –কৃৎ: পথিকৃৎ, সুকৃৎ –চিৎ: কথঞ্চিৎ, কিঞ্চিৎ, ক্বচিৎ –জিৎ: অভিজিৎ, ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ –বিৎ: ইতিহাসবিৎ, জ্যোতির্বিৎ, পদার্থবিৎ –অৎ: কিয়ৎ, জগৎ, বৃহৎ – বৎ: আত্মবৎ, জলবৎ, তাবৎ –সাৎ: আত্মসাৎ, ধূলিসাৎ, ভস্মসাৎ এসমস্ত শব্দের শেষাংশে 'ৎ' (খণ্ড-ত) ব্যবহার হয়। তবে বিকল্প হিসেবে (ইতিহাসবিৎ, জ্যোতির্বিৎ, পদার্থবিৎ) এ-সব জায়গায় বিদ্ লিখা-ও চলে। তবে শর্ত হল হস্ চিহ্ন দিতে হবে– যেমন: বিদ না লিখে বিদ্ লিখতে হবে। আর হাঁ, 'ৎ' (খণ্ড-ত)-য়ের সাথে (া, ি, ী, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ) যুক্ত হতে পারে না; যুক্ত হলেই 'ৎ' পাল্টে গিয়ে 'ত' হয়ে যায়। যেমন অসৎ, কিন্তু অসতের; ভবিষ্যৎ বেশি ভাল হবে না। তবে তার ভবিষ্যতের আলোচনা করা যেতে পারে। আর যদি পারো তবে ইতিহাস পড়ার আগে ইতিহাসবিদে্‌র জীবনী পড়ে নিয়ো। তবে, শেষ কথা হচ্ছে আমরা যেহেতু বাংলা একাডেমির স্বেচ্ছাচারিতায় আবদ্ধ; তাই তাদের বানানো নতুন নিয়মকে অনুসরণ করতে আমরা বাধ্য। অবশ্য বাধ্য নই;এটা একধরনের বাধ্য আরকি। দ্রষ্টব্য- আমি কিন্তু ভুলের উর্ধ্বে নই।


আহনাফ


শেয়ার করুন বন্ধুর সাথে