কানের পিছনের অংশে ব্যাথা, 2 বছর আগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মুখে আর কপালে ব্যাথা পেয়েছি কিন্তু তখন কান ব্যাথা ছিল না, কান পরীক্ষা করেও কিছু খুঁজে পাওয়া যায়নি কিন্তু এখনো ব্যাথা করে, কি করণীয় বলবেন?
এটি হরমোনের সমস্যা বা মাসিকের সমস্যার জন্য হতে পারে। আপাতত কোন চিকিৎসার দরকার নেই। কিছু নিয়ম মেনে চলুনঃ
টাইট অন্তর্বাস পরা থেকে বিড়ত থাকুন।
ওজন নিয়ন্ত্রনের চেষ্টা করবেন।
চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন।
ভিটামিন...
অনেক সময় কোষ্ঠকাঠিন্য থাকলেও এমন সমস্যা হতে পারে। বেশী পানি পান করবেন এবং ডাবের পানি পান করে দেখতে পারেন। তারপরেও সমস্যার উন্নতি না হলে ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।
আল্লাহুর কাছে স্বামি স্ত্রি দুইজনই মাফ চান ৷ কেননা আপনারা আল্লাহুর বিধানের অমান্য করেছেন ৷ আল্লাহু বলেছেন , তোমরা দারিদ্রতার ভয়ে নিজেদের সন্তানকে হত্যা করো না ৷ কেননা তোমাদের যেমন...
হস্তমৈথুন একটা সাধারণ প্রক্রিয়া। এটা করা যেতে পারে। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেহেতু আপনি বুঝেছেন যে, এ কাজের দ্বারা আপনার ক্ষতি হয়েছে তাহলে তা একেবারে পরিহার করুন। আপনি...