শেয়ার করুন বন্ধুর সাথে
Sumya Akter

Call

বৈদেশিক মুদ্রার রিজার্ভ(ফরেক্স রিজার্ভ বা এফএক্সরিজার্ভ) হল কোন দেশেরকেন্দ্রিয় ব্যাংক বা আর্থিককর্তৃপক্ষ দ্বারা অধিকৃত সম্পদ,সাধারণত কোন রিজার্ব মুদ্রা,যেমন, মার্কিন ডলার(বেশিরভাগ ক্ষেত্রে), স্বল্পক্ষেত্রে ইউরো, পাউন্ডইত্যাদিকে বুঝানো হয়েথাকে। রিজার্ভ মুদ্রাসাধারণত একটি দেশ তার দায়পূরন সহ মুদ্রাস্ফিতি বা মুদ্রাসঙ্কট সমস্যার নিরসন সহবিভিন্ন ক্ষেত্রে প্রভাব পালনকরে, যেমন, একটি দেশেরআমদানি ব্যয় প্রাথমিক ভাবেরিজার্ভ থেকে নির্বাহ করাহয়।কোন দেশের বৈদেশিক মুদ্রাররিজার্ভ যত বৃদ্ধি পায়, তত ঐদেশের মুদ্রা মান ডলার/বৈদেশিক মুদ্রার বিপরীতেবাড়তে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ