আমার বয়স 53 চলিতেছে, আজ প্রায় 13 বছর ধরে আমার ডায়াবেটিক, আমি বর্তমানে কমপ্রিড এক্স আর -60 সকালে 1 টি বড়ি ও লিনাক্স প্লাস 2.5/500 রাতে 1 টি বড়ি সেবন করি। আমার প্রস্রাবের সাথে এলবুমিন বের হয়ে যাচ্ছে। আমার ডায়াবেটিক মাঝে মধ্যে নিয়ন্ত্রন থাকে মাঝে মধ্যে নিয়ন্ত্রনে থাকে না ্। প্রস্রাবের ক্ষয় রোধ করার জন্য আমি কি ঔষধ সেবন করতে পারি জানালে উপকৃতি হব।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এলবুমিন যাচ্ছে কে বললো আপনাকে? 

Urine r/m/e, s.creatinine টেস্টগুলো করতে হবে। 

এলবুমিন এর জন্য যথাযথ এন্টিবায়োটিক লাগবেই।  

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। 

ডাক্তার দেখান।  ঠিক হয়ে যাবে চিকিৎসা নিলে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ