তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ইসলাময় তাওহীদ হল সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, সকল ইবাদাত-উপাসনা কেবলমাত্র আল্লাহর জন্য করা, অন্য সবকিছুর উপাসনা ত্যাগ করা, দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র ও মুক্ত ঘোষণা করা কে তাওহীদ বলা হয়।।।
তাওহিদ অর্থ একত্ববাদ। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলে। তথ্যসূত্রঃ ইসলাম ও নৈতিক শিক্ষা।
তাওহিদ অর্থ একত্ববাদ। আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বস করার নামই তাওহিদ।