শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

ভেদ শব্দের বাংলা অর্থ ভেদ [ bhēda ] বি. 1 বেধন ছেদন (লক্ষ্যভেদ, মৃত্তিকাভেদ); 2 পার্থক্য (মতভেদ, জাতিভেদ, অবস্হাভেদে); 3 অনৈক্য, বিরোধ (ভেদবুদ্ধি, আদর্শগত ভেদ); 4 বিচ্ছেদ, মনান্তর, বিরূপতা (ভেদাভেদ); 5 বাধা দূর করে ভিতরে প্রবেশ (বূহ্যভেদ); 6 বিভেদ সৃষ্ঠির রাজনীতিক পন্হাবিশেষ (ভেদনীতি); 7 উদ্ঘাটন (রহস্যভেদ); 8 রেচন, দাস্ত, পাতলা পায়খানা (ভেদবমি)।;[সং. √ ভিদ্ + অ]।;ভেদক ভেদী (-দিন্) বিণ ভেদকারক, ছেদক।;ভেদকারক, ভেদকারী (রিন্) বিণ. ভেদকের -এর অনুরূপ।;ভেদজ্ঞান, ভেদবুদ্ধি বি 1 পার্থক্যের বোধ; 2 বিরোধ মনোভাব।;ভেদন বি. ভেদ করা।;ভেদনীয় ভেদ্য বিণ ভেদ করা যায় বা উচিত এমন (সূচিভেদ্য)।;ভেদাভেদ বি 1 বৈষম্য ও সাম্য; 2 আপনপর জ্ঞান; 3 (দর্শ.) পরমাত্মা ও জীবাত্মা এক হয়েও দুই, দুই হয়েও এক-এই তত্ত্ব; 4 পার্থক্য।;ভেদিত বিণ. ভেদ করা হয়েছে এমন।;[ভেদ্‌] (বিশেষ্য) বিদারণ; ছেদন (লক্ষ্যভেদ)। ২ পার্থক্য; ফারাক; বিরোধ (মতভেদ, বেদবুদ্ধি)। ৩ বিচ্ছেদ; মনোভঙ্গ; মনান্তর (ভেদ সৃষ্টি করা)। ৪ স্বাতন্ত্র্য (ভেদজাল)। ৫ রাজনৈতিক উপায়; ভিন্ন ভিন্ন দলের মধ্যে কলহ সৃষ্টি (ভেদনীতি)। ৬ প্রকাশ (রহস্য ভেদ করা)। ৭ ব্যাখ্যান (অর্থভেদ)। ৮ পরিবর্তন; বদল (বুদ্ধিভেদ)। ৯ বিশেষ; প্রকার; রকম; ধরন (রূপভেদ, অর্থভেদ)। ১০ দাস্ত; রেচন (ভেদবমি)। ১১ ভিতরের কথা; রহস্য (সে ভেদ আমি পিতার স্থানে পাইয়াছিলাম তাহা এক্ষণে তোমাদিগকে জ্ঞাত করা উপযুক্ত-তারিণীচরণ মিত্র)। ভেদক, ভেদী (বিশেষ্য), (বিশেষণ) বিদারক; ছিদ্রকারী; উদ্‌ঘাটক; তত্ত্বাবিষ্কারক; তাত্ত্বিক। ভেদজ্ঞান, ভেদবুদ্ধি (বিশেষ্য) স্বতন্ত্র্যজ্ঞান; পার্থক্যবোধ; বৈষম্যবোধ; সমদর্শিতার অভাব। ভেদন (বিশেষ্য) বিদারণ; ভেকরণ। ভেদনীয়, ভেদ্য (বিশেষণ) ভেদনযোগ্য; ভেদনসাধ্য। ভেদ প্রত্যয় (বিশেষ্য) জাগতিক পদার্থসমূহ পৃথক এই জ্ঞান। ভেদ-বিসংবাদ (বিশেষ্য) ঝগড়া- বিবাদ (হৃত স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ভেদ-বিসস্বাদ ভুলিয়া-মোঃ ওয়ালিউল্লাহ)। ভেদাভেদ (বিশেষ্য) বৈষম্য। ভেদিত (বিশেষণ) ভেদ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্‌+অ(ঘঞ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ