prasenjitduttarand1

prasenjitduttarand1

prasenjitduttarand1

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 4.46k বার দেখা হয়েছে | এই মাসে 4.46k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 4.46k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

হোমিওপ্যাথি চিকিৎসা কি প্রয়োজন?

আচ্ছা আমার এই যৌন সমস্যার জন্য কি আমি হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্য নিতে পারি?? হোমিওপ্যাথি চিকিৎসায় কি আমার এই রোগটা Root level থেকে ভাল হওয়ার সম্ভাবনা আছে??

আপনার মতে কি বলে... একটু যদি পরামর্শ দিতেন।

0 likes | 3227 views

দীর্ঘ ৮ বছর হস্তমৈথুন করছি?

আমি দীর্ঘ ৮ বছর ধরে হস্তমৈথুনে অভ্যস্ত এখনও মাঝেমাঝে করে ফেলি। আমার বয়স এখন ২৯+। আমি এর থেকে চিরদিনের মত মুক্তি পেতে চাই কিন্তু কিছুতেই পারছি না। এখন এর জন্য আমার শারিরিক অনেক সমস্যা দেখা দিয়েছে তা হল নিম্নলিখিত :-

১) শরীর দিনে দিনে রোগা, শির্নকায় হয়ে যাচ্ছে, লাবন্যতা হারাচ্ছে, দুর্বল, কর্মশক্তিও হারিয়েছি, ভারি কাজ করতে পারি না, কিছুটা হাটলে বা দৌড়ালে বা ভারি কোন কাজ করলে হাপিয়ে যাই। জোরে জোরে নি:শ্বাস নিতে লাগে।

২) চোখের কোণে কালো ছোপ পড়ে গেছে।

৩) শরীরের মাংসপেশীগুলি কেমন tight ভাব নেই নরম থলথলে হয়ে যাচ্ছে।

৪) পেটের সমস্যাও দেখা দিয়েছে, পায়খানাও ঠিকমত পরিস্কার হচ্ছে না। কোনসময় কষে যাচ্ছে বা কোনসময় আমাশা,  পায়খানা করে আসলে আমার শরীরটা দুর্বল হয়ে পরে। খাওয়ার পরিমান দিনে দিনে কমে যাচ্ছে, বেশি খেতে পারি না পেট হাইডাই করে, দিনে দিনে খুব দুর্বল হয়ে পরছি।

৫) আমার লিঙ্গ দিনে দিনে খুব ছোট্ট ও বাঁকা হয়ে যাচ্ছে, শিথিল হয়ে পরেছে এবং ঝুলেও গেছে কিন্তু অল্প উত্তেজনায় বীর্যপাত হচ্ছে।

৬) আমার বীর্য খুব পাতলা একদম জলের মত হয়ে গেছে কোন গাঢ় ভাব নেই। যৌনইচ্ছা থাকলেও শরীর সাথ দেয় না। 

৭) আমার কোমরের মাংসপেশী, নিতম্ব কেমন নিচের দিকে ঝুলে গেছে , মাংসপেশিগুলো কেমন শিথিল হয়ে পরছে, lower abdomen থেকে আমার দৈহিক গঠন কেমন যেন মেয়েদের দৈহিক গঠনের মত হয়ে যাচ্ছে খুব দৃষ্টিকটু লাগে হাটলে চললে।

৮) সারা শরীরে ব্যাথা অনুভব হয়, গাটে গাটে ব্যাথা, কোমড়েও ব্যাথা মাঝে মাঝে হয়, back pain অনুভব হয়।

৯) আমি ভাবি রোজ সকালে উঠে ব্যায়াম করব, হাঁটতে যাব, দৌড়াব মন চাইলেও শরীর একদম সাথ দেয় না। দিনে দিনে খুব অলস হয়ে পরছি।

১০) শরীরের যৌনশক্তি দিনে দিনে ক্রমশ কমে যাচ্ছে। খুব দুর্বলতায় ভুগি।

১১) এতে করে আমার চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে চুল পড়ে পড়ে খুব পাতলা হয়ে যাচ্ছে। দিনে দিনে বয়স আন্দাজে খুব বুড়োটে লাগে নিজেকে।

আমার প্রশ্ন এই যে আমার যৌনসমস্যাগুলো কি কোনদিন পুরোপুরি ঠিক হওয়া সম্ভব??

 আমি কি আবার আগেরমত ছোট্টবেলার মত হেসে খেলে দৌড়ে ঝাপিয়ে সুস্থ মানুষের মত বাঁচতে পারব?? 

আমি আবার আমার পুরোনো যৌবনশক্তি অর্জন করত পারব??

এর কি কোন সঠিক চিকিৎসা আছে যা এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দিয়ে আমাকে সুস্থ যৌনজীবন ফিরিয়ে দেবে???

আমাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন। ধন্যবাদ।


0 likes | 7084 views