kobirkhan

kobirkhan

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

kobirkhan

  • Not Specified | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 15.53k বার দেখা হয়েছে | এই মাসে 15.53k বার
12 টি প্রশ্ন দেখা হয়েছে 15.53k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Blogs

Recent Q&A

কোনো সমাধান আছে প্লিজ হেল্প করেন?

আমাদের ক্লাশের একটা ছেলে আর একটা মেয়েকে হঠাত দেখলে আমার বুক ধরফর করে। এমন কি ফেসবুকে তাদের অনলাইনে যখনি দেখি অথবা তাদের পোষ্ট দেখি তখনি বুক ধরফর করে। অথচ তাদের সাথে কথা বললে তেমন কোনো সমস্যা হয় না। এমন কেন হচ্ছে? এর কি কোনো সমাধান আছে? প্লিজ হেল্প করেন? 0 likes | 3046 views

আমাদের ক্লাশের একটা ছেলে আর একটা মেয়েকে হঠাত দেখলে আমার বুক ধরফর করে। এমন কি ফেসবুকে তাদের অনলাইনে যখনি দেখি অথবা তাদের পোষ্ট দেখি তখনি বুক ধরফর করে। অথচ তাদের সাথে কথা বললে তেমন কোনো সমস্যা হয় না। এমন কেন হচ্ছে এর কি কোনো সমাধান আছে?

0 likes | 2978 views

একটা বিপদের মধ্য পড়ছি।সবাই একটু দেখেন প্লিজ?

আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, মেয়েটা ছিল হিন্দু। আমরা একই ক্লাশে পড়ি। আমাদের রোল ও পাশাপাশি। আমাদের ক্লাশে আরেকটা ছেলে ছিল যাকে আমি একদম ই পছন্দ করতাম না, একদিন দেখি মেয়েটা ওই ছেলের সাথে রিকশায় ঘুরছে, এতে আমার খুব খারাপ লাগল। তারপর থেকেই মেয়েটার ওপর আমার একটা চাপা ক্ষোভ তৈরি হয়। মেয়েটাকে যখন ই দেখি তখন ই আমার নারভাস লাগে। এজন্য পড়াশুনায় ও মনোযোগ দিতে পারছি না। সব কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি, আগের মতো উদ্যম আমার আর নেই। সব কাজেই শুধু তার কথা মনে হয়। সামনে আমার অনেক বড় পরীক্ষা, কি করবো বুঝতে পারছি ন।আমি বুঝতে পারছি আমাকে পড়াশুনা করতে হবে, ভালো থাকতে হবে, কিন্তু ভালো থাকার চেষ্টা করলেই ক্লাশে তাকে আবার দেখব, তার পাশে বশে পরীক্ষা দেব এসব ভেবেই আবার খারাপ লাগছে, এজন্য পড়াশুনায় পিছিয়ে পরছি,দুশ্চিন্তা হচ্ছে।কিছুই ভালো লাগছে না?আমি তাকে ভুলে যেতে চাচ্ছি, কিন্তু প্রতিদিন যখন ক্লাশে যাই,যখন ই তাকে দেখি,যখনি হঠাত সে আমার সামনে এসে যায় তখনি বুক ধরফর করে, নারভাস হয়ে যাই। যেহেতু তার রোল আর আমার রোল পাশাপাশি তাই এখন আমার ভয় হচ্ছে মেইন পরীক্ষায় তাকে দেখে আমি হয়তো নারভাস হয়ে পরবো। পরীক্ষা খারাপ হবে। আর পরীক্ষা খারাপ হলে তো আমার সব শেষ। আর এটা ভেবে আরো খারাপ লাগছে যে তার সাথে আমার আগামী চার বছর একসাথে থাকতে হবে,তাকে দেখতে হবে। এই তুচ্ছ বিষয় নিয়ে ভেবে আমি আনন্দ করতে পারছি না, প্রানখুলে হাসতে পারছি ন। সবসময় আতংকের মধ্যে থাকি। আবার ভয় হয় আগামী চার বছর যদি আমার এরকম চলতে থাকে তাহলে শরীরের কোনো সমস্যা হয় কি না
শুধুমাত্র একটা চিন্তা মাথার ভেতর আসার জন্য আমি এই দুশ্চিন্তায় ভুগছি। নিজেকে কিছুতেই বুঝাতে পারছি না যে এটি শুধুমাত্র একটি চিন্তা,একটা বাজে ধারনা। এখন যেহেতু চিন্তাটা মাথার ভেতর গেথে গেছে তাই এটি ভুলতে পারছি না। মনকে শক্ত করতে পারছি না কিছুতেই, 
0 likes | 2767 views

খুব বিপদে আছি,সবাই একটু দেখেন ভাই প্লিজ?

আমি ভার্সিটিতে পড়ি।আমাদের ক্লাশের একটা মেয়েকে দেখলে আমার অস্বস্থি লাগে। আমি যদিও মেয়েটাকে ভালোবাসি না,তবে এক সময় পছন্দ করতাম। কিন্তু এখন তার চিন্তা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ক্লাশে তার রোল আর আমার রোল পাশাপাশি।তাই আমার মনে হচ্ছে মেইন পরীক্ষায় সে আমার পাশে বসলে হয়তো আমি পরীক্ষা ভালো দিতে পারব না। উল্লেখ্য এরকম সমস্যায় আমি এর আগেও পরেছিলাম এস এস সি পরীক্ষার সময়,এখন আমার মনে হচ্ছে একই সমস্যা বুঝি আবার আমাকে ফেস করতে হবে।আমি এগুলো ভুলে যেতে চাই,কিন্তু ক্লাশে গেলে ঐ মেয়েকে দেখলে আবার অস্বস্থি লাগে। ক্লাশে গেলে এরকম খারাপ লাগে বলে পড়াশুনায় ও মনযোগ দিতে কষ্ট হচ্ছে।খারাপ লাগসে এই ভেবে যে তাকে আমার আগামী চার বছর দেখতে হবে।ক্লাশ বাদে বাকি টা সময় ও এই ভেবে টেনশন হয় । যতই এটা নিয়ে টেনশন করি ততই বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে।সময়টাকে এঞ্জয় করতে পারছি না। মন খারাপ থাকে সবসময়।

0 likes | 2757 views

এর সমাধান খুজে পাচ্ছি না, তাই দুশ্চিন্তা হচ্ছে। কি করব?

আমি ভার্সিটিতে পড়ি।আমাদের ক্লাশের একটা মেয়েকে দেখলে আমার অস্বস্থি লাগে। আমি যদিও মেয়েটাকে ভালোবাসি না,তবে এক সময় পছন্দ করতাম। কিন্তু এখন তার চিন্তা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। ক্লাশে তার রোল আর আমার রোল পাশাপাশি।তাই আমার মনে হচ্ছে মেইন পরীক্ষায় সে আমার পাশে বসলে হয়তো আমি পরীক্ষা ভালো দিতে পারব না। উল্লেখ্য এরকম সমস্যায় আমি এর আগেও পরেছিলাম এস এস সি পরীক্ষার সময়,এখন আমার মনে হচ্ছে একই সমস্যা বুঝি আবার আমাকে ফেস করতে হবে।আমি এগুলো ভুলে যেতে চাই,কিন্তু ক্লাশে গেলে ঐ মেয়েকে দেখলে আবার অস্বস্থি লাগে। ক্লাশে গেলে এরকম খারাপ লাগে বলে পড়াশুনায় ও মনযোগ দিতে কষ্ট হচ্ছে।খারাপ লাগসে এই ভেবে যে তাকে আমার আগামী চার বছর দেখতে হবে।ক্লাশ বাদে বাকি টা সময় ও এই ভেবে টেনশন হয় । যতই এটা নিয়ে টেনশন করি ততই বিষয়টা আরো খারাপের দিকে যাচ্ছে।সময়টাকে এঞ্জয় করতে পারছি না। মন খারাপ থাকে সবসময়।

0 likes | 2892 views