freemanpro

freemanpro

0 Views
Rated 5 / 5 based on 0 reviews

freemanpro

  • Male | |

Chamber

Services

Work Experience

Skills

Language

Training

Education

প্রশ্ন-উত্তর সমূহ 84 বার দেখা হয়েছে | এই মাসে 84 বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 38 বার
3 টি উত্তর দেখা হয়েছে 46 বার
1 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার

১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার ভূমিকাঃ স্বাধীন বাংলার ইতিহাস অনেক দীর্ঘ; ঔপনিবেশিক যুগ থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙ্গালীর আন্দোলনের নানা ইতিহাস রয়েছে। বিভিন্ন সময় নিজেদের অধিকার বাস্তবায়নে শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে জনতা। আজ আমরা ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার এর মাধ্যমে বাংলা স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবো; পলাশীর যুদ্ধ (১৭৫৭ সাল) পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে সংঘটিত। এ যুদ্ধ আট ঘণ্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুণ নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন। পলাশীর যুদ্ধ (১৭৫৭ সাল), ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার এ যুদ্ধের রাজনৈতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী ও ধ্বংসাত্মক এবং এ কারণে যদিও এটি ছোট খাট দাঙ্গার মতো একটি ঘটনা ছিল, তবু এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে দেখানো হয়। এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়।ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা অনেকটা স্প্রিং বোর্ডের মতো কাজ করে, যেখান থেকে ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে করে অবশেষে সাম্রাজ্য স্থাপনে সক্ষম হয়।

ব্রিটিশ সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং চূড়ান্ত পর্যায়ে এশিয়ার অন্যান্য অনেক অংশও এর অধীনস্থ হয়। দ্বৈত শাসন (১৭৬৫ সাল) ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয়, তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। দ্বৈত শাসন (১৭৬৫ সাল), ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার দ্বৈত শাসন (১৭৬৫ সাল) মীর জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ ১৭৬৫ সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলোমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এ সময় কিছু শর্ত সাপেক্ষে মীরজাফরের পুত্র নাজিম উদ্দৌলা বাংলার সিংহাসনে বসানো হয়। শর্ত মোতাবেক নাজিম-উদ-দৌলা তাঁর পিতা মীর জাফরের ন্যায় ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন। এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে উঠে এবং বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হন। ১৭৭২ সালে দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক বাতিল হয়। ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ সাল) দুর্ভিক্ষ হল কোন এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি। সাধারনত ফসলহানি, যুদ্ধ, সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদি কারণে দুর্ভিক্ষ সংগঠিত হয়। ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ সাল), ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দশটি উল্লেখযোগ্য ঘটনার সচিত্র পোস্টার ছিয়াত্তরের মন্বন্তর (১৭৭০ সাল) এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, গবাদিপশুর মড়ক, পোকাড় আক্রমন ইত্যাদি কারণেও দুর্ভিক্ষ সংগঠিত হয়। ১৭৭০ সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি বাংলা ১১৭৬ সাল হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত হয়। অতি বৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশজুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ত্রুটিপূর্ণ ভূমিরাজস্ব ব্যবস্থা ও খাদ্যবাজারে দালাল ফড়িয়া শ্রেনীর দৌরাত্ম্যের ফলে অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩ সাল) "

0 likes | 1710 views

ব্লুটুথ অ্যাডাপ্টার দিয়ে কি মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করা যাবে?

0 likes | 1668 views

মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালালে মোবাইল এত বেশি গরম হয়ে যায় কেন?

মোবাইল দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালালে মোবাইল এত বেশি গরম হয়ে যায় কেন। এতে মোবাইলের কোন সমাস্যা হতে পারে? এর থেকে পরিত্রাণের কোন উপায় থাকলে বলেন 0 likes | 2837 views