RabiulReedoy

RabiulReedoy

RabiulReedoy

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.61k বার দেখা হয়েছে | এই মাসে 1.61k বার
2 টি প্রশ্ন দেখা হয়েছে 1.61k বার
0 টি উত্তর দেখা হয়েছে 0 বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

প্রেম এর সমাধান?

আমি এক বন্ধুর বনের সাথে প্রায় (৫) বছর থেকে প্রেমের সম্পর্ক। তো হঠাৎ তার বিয়ের কোথা আসে, সে আমাকে জানায় যে আমার মা ভাই আমার বিয়ে দিচ্ছে, এমন কি কথা বারতা ঠিক করে ফেলেছে । যে দিন কাবিন হবে সে দিন আমাকে ফোন করে বলে যে তুমি আমার ভাইকে জানাও,, এই অবস্থায় আমি তার ভাইকে জানাতে পারি নাই। কারণ সে আমার একজন ভাল বন্ধু, হইতো ভাববে যে তুমি আমার বন্ধু হয়ে এমন কাজ করতে পারলি। তাই আমি আমার বন্ধুকে বলতে পারি নাই, এমন কি যখন, কাবিন এর সময় আমাকে বলে যে একটা কিছু করো, এবং আরো কিছু বলে যে আমি এমন কিছু করবো যে আমাকে এই পৃথিবীতে দেখেতে কেউ পারবে না, আমি ওর এসব কথা শুনে বললাম যে কোন পাগলামি করোনা সব ঠিক হয়ে যাবে, এমন অবস্থায় কাবিন হয়ে যায়, তার পরদিন সে আমাকে ফোন দেয়,কিন্তু আমি না থাকাই ফোন আমার বন্ধু / তার ভাই রিসিব করে তার কন্ঠ পেয়ে কোন কথা বলে নাই, তারপর আমি আসাতে তার ভাই বলে যে ফোন আসসিলো, তার পর আমি ফোন দেই, কিন্তু সে বলে নিজে কথা বলতেসোনা অন্যের কাছে ফোন দেও কেন,,তিনদিন পর সে আমাকে মিস কল দেয়, আমি ফোন ব্যাক করি, তারপর অনেক কথা হয়। এবং আমি বলি যে তুমি কি এখনো আমাকে আগের মত ভালবাসো সে বলে হ্যা, তাহলে তুমি চলে আস আমার কাছে সে বলে এখন সম্ভব নয়, অনলি কাবিন হয়েসে কিন্তু এখনো বিয়ে হয় নাই, এবং সে বলে যে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, অন্য পুরুষ মানুষ পেয়ে এতো তাড়াতাড়ি সে আমাকে ভূলে গেল, কিন্তু আমি তো তাকে ভূলতে পারি না। কিন্তু সে বলে, আমার সাথে মাঝে মাঝে কথা বলবে, আসোলে পৃথিবী মেয়ে মানুষ এমন হয়, নিজের প্রতি নিজের রাগ অনেক রাগ হয়, ফোন করলে বলে যে সে আগের মতো ভালবাসে, আমি যদি আস্তে বলি তাহলে সে আসবে না, তাহলে এটা কেমন ভালবাসা? আসলে সে কি আমাকে ভালবাসে? নতুন স্বামি পেয়ে সে আমাকে ভুলে যাচ্ছে আর আমিতো তাকে ভুলতে পারছি না? বন্ধুরা এটার কোন সমাধান থাকলে অবসই জানা বেন, প্লিজ প্লিজ 0 likes | 1652 views

ইসলামে, বিয়ের আগে প্রেম করা কি জায়েজ?

আমার একটি প্রশ্ন আছে –ইসলাম এ তো প্রতিটি মানুষ এর জোড়া আল্লাহ আগে থেকে বানিয়েছে …। আয়াতটা কি সত্যি ???? তাহলে যে আজকাল অনেক ধার্মিক ছেলে মেয়ে ও প্রেম এর সম্পর্কে আছে ।। তাহলে কি আয়াতটা ভুল।??? আমি যদি আল্লাহ র কাছে আমার ভালবাসার মানুস এর জন্য দুয়া করি তাহলে।।??? আমি কি ভাবে আল্লাহ র কাছে দুয়া করব।।??? এই সম্পর্কে ইসলাম কি বলে।।??? প্রেম ভালবাসা কি খারাপ।।??? প্লিজ আমাকে জানাবেন। 0 likes | 3190 views