user-avatar

Ovi12

◯ Ovi12

আমি অভি, আমার বয়স ১৯। গত ৫-৬ দিন ধরে আমি মাথা ব্যথায় ভুগছি। মাথাব্যথাটি এরুপ হলো যেঃ মাথার বাম পাশে কানের একটু উপরে বা কানের পাশে চিন চিন (ব্যথা টাইপের)করে ব্যথা করে আবার এই ব্যথা ঘাড়ের দিকে আসে।  আমি প্রথম দিকে ভেবেছিলাম যে, এইটা সাধারণ ব্যথা, ঘুম, খাওয়া দাওয়া ঠিক রাখলে স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এইগুলা নিয়ম মেনেও ঠিক হচ্ছে না। আমি দুপুরে ২ ঘন্টার মতো ঘুমাই আবার রাতে ঠিক সাড়ে ১২ টার মধ্যে শুয়ে পড়,সকাল ৯ টার দিকে উঠি৷ আমার ঘুম ঠিক আছে, আমি মনে করছি।  কিন্তু মাথার বাম সাইডে কানের একটু উপরে হাল্কা ব্যথা এইটা কিসের ব্যথা বুঝতেছি না। এই করোনা-মহামারীতে তো ডাক্তাররাও রোগী দেখতে ভয় পায় তাই এই জায়গায় আমি প্রশ্নটি উপস্থাপন করলাম । সঠিক উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।