MdMahabubHasanrand1

MdMahabubHasanrand1

MdMahabubHasanrand1

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 1.77k বার দেখা হয়েছে | এই মাসে 1.77k বার
0 টি প্রশ্ন দেখা হয়েছে 0 বার
1 টি উত্তর দেখা হয়েছে 1.77k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

মহানবী (সাঃ) কে স্বপ্নে দেখা প্রসঙ্গে?

 নাম বলছি না, সে পাপী ও খারাপ ব্যাক্তি। তার চোখে সে অধম। তবে সে যখন সে নবম শ্রেনীর ছাত্র, সে আল্লাহর কাছে চাইতে থাকে, সে জেনো মহানবীকে স্বপ্নে দেখে।  এরপর ৩ বছর চলে যায়। সে আর পাপে লিপ্ত হয়। যা জেনা অথবা তার থেকেও নিকৃষ্ট। হঠাৎ সে সপ্নে সে নবিজীকে দেখে। তখনো সে এক মেয়ে সাথে প্রেম করছিল। মেয়েটা তাকে ধোকা দেয়।  এবং সে অপরাদ বোধে ভুগতে শুরু করে। তার সেই স্বপ্নের কথা মনে পড়ে। 
স্বপ্নও টা ছিল এমন যে, দুই জন আরবের পোশাক পড়া ব্যাক্তি। দুজনের চেহারাই আলোকিত। ডান পাশের ব্যাক্তি বাম পাশের ব্যাক্তিকে বলছেন, ইনি আমাদের মহানবী। কিন্তু যখন নবীজিকে দেখতে চাইলো,  সে আবছা আবছা দেখতে পেলো। যদিও তিনি ছিলেন ভীষণ উজ্জল। 

এর দ্বারা সে কী বুঝবে। ইসলাম ধর্ম মতে শয়তান নবীর রুপ নিতে পাড়েনা। আর নবিজীকে যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু যে স্বপ্ন দেখেছে সে ভালো লোক না। সে আজও নামায ঠিক মতো পড়ে না। 
তার কি করা দরকার। তার বর্তমান বয়স বিশ বছর। আর নবীজিকে দেখলে তা কী মানুষকে বলা যাবে।

যদি কেউ বলতে পাড়েন বলুন, অনেক উপকার হয়। 

0 likes | 6108 views